৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫
লেখা:মো. আফজাল হোসেন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩
৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ রোববার পঞ্চম পর্বে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. কোন বানানটি শুদ্ধ?
ক. আইনজীবি
খ. কথপোকথন
গ. ব্রাহ্মণ
ঘ. ভৌগলিক
২. কোন বাক্যটি অশুদ্ধ?
ক. পূর্ব দিকে সূর্য উদিত হয়
খ. সকল সভ্যই উপস্থিত ছিলেন
গ. এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়
ঘ. প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না
৩. অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
ক. অশ্রুজল
খ. সদাসর্বদা
গ. বিবদমান
ঘ. বাহ্যিক
৪. কাব্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য। এটি কী ধরনের বাক্য?
ক. যৌগিক
খ. সরল
গ. জটিল
ঘ. বিস্ময়সূচক
৫. নিম্নবর্ণিত কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. জ
খ. ভ
গ. থ
ঘ. দ
৬. ‘তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।’—বাক্যে ‘পুণ্য’ কোন পদ?
ক. ক্রিয়া
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. অব্যয়
৭. বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
৮. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হোমাগ্নি
খ. দ্যুলোক
গ. অখিল
ঘ. আফতাব
৯. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত
খ. মেঘ
গ. ঢেউ
ঘ. সাগর
১০. ‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’ ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. গুরুচণ্ডালী দোষ
১১. ‘Manifesto’—এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ইশতেহার
খ. জনশক্তি
গ. গণসংযোগ
ঘ. প্রচারপত্র
১২. রিক্শা> রিশ্কা—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অসমীকরণ
খ. অপিনিহিতি
গ. বিষমীভবন
ঘ. ধ্বনিবিপর্যয়
১৩. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. রবী + ইন্দ্র = রবীন্দ্র
খ. গৈ + অক = গায়ক
গ. লো + অন = লবণ
ঘ. শীত + ঋত = শীতার্ত
১৪. ‘খাসজমি’ কোন সমাস?
ক. সম্বন্ধ তৎপুরুষ
খ. নিমিত্ত তৎপুরুষ
গ. কর্ম তৎপুরুষ
ঘ. অপাদান তৎপুরুষ
১৫. ব্যাপ্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক. কুলীন
খ. দ্বৈপায়ন
গ. ঢুলি
ঘ. অভ্যন্তরীণ
১৬. ‘এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর’—উক্তিটি কার?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জয়দেব
ঘ. ভারতচন্দ্র
১৭. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের প্রাচীনতম চর্যাকার কে?
ক. কাহ্নপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. লুইপা
১৮. ‘টালত মোর ঘর নাহি পড়বেসী, হাঁড়িত ভাত নাহি নিতি আবেশী’ পদটির রচয়িতা কে?
ক. কাহ্নপা
খ. শবরপা
গ. ঢেনপা
ঘ. কুক্কুরীপা
১৯. ‘কবিকণ্ঠহার’ কার উপাধি?
ক. দৌলত কাজী
খ. আলাওল
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. বিদ্যাপতি
২০. ‘নষ্টনীড়’ গল্পটি কার লেখা?
ক. জহির রায়হান
খ. বুদ্ধদেব বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শওকত ওসমান
২১. ‘কমলাকান্তের দপ্তর’ কার লেখা?
ক. মীর মশাররফ হোসেন
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. দীনবন্ধু মিত্র
২২. ‘সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কায়কোবাদ
গ. ফররুখ আহমদ
ঘ. মীর মশাররফ হোসেন
২৩. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বেগম রোকেয়া
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
২৪.‘টিমোথি পেনপয়েম’ ছদ্মনামে কে লিখতেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ফররুখ আহমদ
২৫. ‘যুগলাঙ্গরীয়’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বিহারীলাল চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৬. ‘ফাঁস কাগজ’ প্রহসনটি কার লেখা?
ক. মীর মশাররফ হোসেন
খ. জসীমউদ্দীন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২৭. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটি কার লেখা?
ক. বুদ্ধদেব বসু
খ. শওকত ওসমান
গ. মুনীর চৌধুরী
ঘ. হুমায়ূন আজাদ
২৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. সুকান্ত ভট্টাচার্য
২৯. ‘বকুলপুরের স্বাধীনতা’ নাটকটি কার লেখা?
ক. হুমায়ূন আহমেদ
খ. আহমদ ছফা
গ. মমতাজউদদীন আহমদ
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
৩০. ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি কার লেখা?
ক. নির্মলেন্দু গুণ
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শামসুর রাহমান
ঘ. হাসান আজিজুল হক
৩১. ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. হুমায়ুন আজাদ
৩২. ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটির কবি কে?
ক. আল মাহমুদ
খ. বিষ্ণু দে
গ. নীলিমা ইব্রাহীম
ঘ. জীবনানন্দ দাশ
৩৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. কী চাহ শঙ্খচিল
খ. জন্ম যদি তব বঙ্গে
গ. রাইফেল রোটি আওরাত
ঘ. একদা এক রাজ্যে
৩৪. ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?’—পঙ্ক্তিটি কোন কবির রচনা?
ক. রজনীকান্ত সেন
খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
গ. যতীন্দ্রনাথ বাগচী
ঘ. যতীন্দ্রমোহন বাগচী
৩৫. ‘বায়ান্ন গলির এক গলি’ গ্রন্থটি কার রচনা?
ক. সুফিয়া কামাল
খ. রাজিয়া খান
গ. রাবেয়া খাতুন
ঘ. সেলিনা হোসেন
মডেল টেস্ট- ৫ (বাংলা ভাষা ও সাহিত্য)-এর উত্তর
১. ঘ। ২. ঘ। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. গ। ৭. গ। ৮. খ। ৯. গ। ১০. গ। ১১. ক। ১২. ঘ। ১৩. ক। ১৪. খ। ১৫. ঘ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. ঘ। ২০. গ। ২১. খ। ২২. গ। ২৩. খ। ২৪. ক। ২৫. গ। ২৬. ক। ২৭. খ। ২৮. ক। ২৯. গ। ৩০. ক। ৩১. ঘ। ৩২. খ। ৩৩. গ। ৩৪. ঘ। ৩৫. গ।
0 Comments